Saifur's Zero to Hero:
এই বইয়ের মাধ্যমে ইংরেজির সকল দুর্বলতা কাটিয়ে আপনার ইংরেজির ফাউন্ডেশন মজবুত করতে পারবেন। Nursery থেকে শুরু করে নানা-নানু পর্যন্ত সবার English- এর মজবুত Foundation গড়ে দিবে এই বই, English- এর দুর্দান্ত Basic গড়ে দিবে এই বই !
আমাদের মাতৃভাষা বাংলা আমরা কিভাবে শিখেছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো!
প্রথমে বিশটা ফুলের নাম, বিশটা ফলের নাম, বিশটা সবজির নাম, বিশটা কাজের নাম তথা ক্রিয়াপদ বা verb, বিশটা adjective বা বিশেষণ প্রভৃতি আগে আমরা শিখেছি। তারপর আমরা বাংলায় কথা বলা শিখেছি - এভাবে কি ঘটেছে? নিশ্চয়ই নয়।
বরং মাতৃভাষা বাংলা শেখার সময় প্রথমে আমরা বলেছি- মা........
এরপর ধীরে ধীরে আরও বাংলা শব্দ যোগ হয়ে বাংলা বাক্য তৈরী হয়েছে।
তার মানে ভাষা শিখেছি আমরা ধীরে ধীরে বাক্য তৈরি করে। একইভাবে ইংরেজিও শিখতে হবে ইংরেজি বাক্যের বাংলা অর্থ তৃপ্তি নিয়ে বুঝে পড়ার + বলার + লেখার মাধ্যমে। বাক্যের অর্থ বুঝলে Vocabulary মনে রাখা অনেক সহজ হয়ে যাবে।
Basic থেকে ইংরেজি শিখার জন্য এই বইটি অনেক উপকারী।