সহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের জন্য, তাজভীদ কোরআন অন্যতম। যেখানে কালারকোডের মাধ্যমে তাজভীদগুলো চিহ্নিত করা থাকে। ইখফা , গুন্নাহ, ইখফা মীম সাকিন , ইদগাম মীম সাকিন, ইদগাম, ক্বলক্বলা, ক্বলব এই তাজভীদগুলো কালারকোডের মাধযমে এই কুরআনটিতে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও রয়েছে অনুবাদ, বাংলা উচ্চারণ ও শানেনুযূল ।